29 C
আবহাওয়া
১২:২৬ অপরাহ্ণ - নভেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটির সেবা কার্যক্রম অব্যাহত

লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটির সেবা কার্যক্রম অব্যাহত


বিএনএ, চট্টগ্রাম: লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-৪ এর অঙ্গ প্রতিষ্ঠান লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটি অক্টোবর সেবা মাসে ধারাবাহিক সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শনিবার (১৪ অক্টোবর) সকালে লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটি চট্টগ্রামের বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকাস্থ মদিনাতুল উলুম তাজবিদুল কোরআন হাফিজীয়া নুরানী মাদ্রাসা ও এতিমখানায় একলাখ টাকার আর্থিক অনুদান ও বিভিন্ন খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন।

লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটির অক্টোবর সেবা মাসের এই অনুদান অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-৪ এর কেবিনেট ট্রেজারার লায়ন ইমতিয়াজ ইসলাম এমজেএফ। বক্তব্য রাখেন লায়ন চৌধুরী শামীম মোস্তফা এমজেএফ, আরসি হেডকোয়ার্টার, লায়ন আবিদুর রহমান পিএমজেএফ ডিসি, লায়ন ইয়াসীন হীরা ক্লাব জয়েন্ট সেক্রেটারি, মদিনাতুল উলুম তাজবিদুল কোরআন হাফিজীয়া নুরানী মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল হাফেজ মাসুদ প্রমূখ।

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-৪ এর কেবিনেট ট্রেজারার লায়ন ইমতিয়াজ ইসলাম এমজেএফ বলেন, লায়ন্স ক্লাব আর্তমানবতার সেবায় নিয়োজিত বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সেবা সংগঠনে পরিণত হয়েছে। লায়ন্স ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গরিব ও দুস্থদের মাঝে আর্থিক অনুদান, খাদ্য, বস্ত্র বিতরণসহ গরিব-দুঃখী মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। লায়ন্স ক্লাবের মূল উদ্দেশ্য হলো মানবসেবা। লায়ন্স ক্লাব সেবার হাত বাড়িয়ে দিয়ে গরিব ও দুঃখীদের শিক্ষা,স্বাস্থ্য তথা জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।

 

লায়ন চৌধুরী শামীম মোস্তফা এমজেএফ, আরসি হেডকোয়ার্টার বলেন, জীবনের বেশিরভাগ সময় লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-৪ এর সঙ্গে যুক্ত থেকে মানবতার সেবা করে যাচ্ছে। শুধু অর্থ থাকলে মানুষের সেবা করা যায় না, প্রয়োজন ইচ্ছা শক্তি ও মানসিকতা। যে কারণে অনেক ধনবান ব্যক্তি লায়ন্সের সেবার সঙ্গে যুক্ত হতে পারে না।

 

লায়ন আবিদুর রহমান পিএমজেএফ ডিসি বলেন, ফিলিস্তানিতে ইসরাইল বাহিনী যে মানবিক বিপর্যয় শুরু করেছে তা অবসান জরুরি। তিনি লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-৪ সহ সকল মানবিক সংগঠনকে ফিলিস্তানিদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটি চট্টগ্রামের ঝাউতলা কোরানিয়া মাদ্রাসা ও এতিমখানায় খাদ্য সহায়তা প্রদান করেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ