22 C
আবহাওয়া
১১:২৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে শিশুর মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে শিশুর মৃত্যু


বিএনএ, চট্টগ্রাম : ডেঙ্গু আক্রান্ত হয়ে নুসরাত নামে ৯ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে । এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।শনিবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নয় মাসের এক শিশু ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে গত ১৩ অক্টোবর শিশুটি ভর্তি হয়েছিল।

এ দিকে, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৮৩ জন। এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৪৫ জন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ