বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকাল সোয়া ১১টার দিকে ইস্টার্ন রিফাইনারির ট্যাংক ফার্ম এলাকার মিটারিং সেকশনের পাশে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ৮টি গাড়ি সকাল সাড়ে ১১টায় ঘটনাস্থলে যায়। দুপুর সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ফায়ার সার্ভিস পরিস্থিতি র্পবেক্ষণ করছে।
ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (ইন্সপেকশন অ্যান্ড সেফটি) এ কে এম নাঈমুল্লাহ জানান, আগুন নেভানো হয়েছে। ইস্টার্ন রিফাইনারির নিজস্ব ফায়ার ফাইটিং টিম, ফায়ার সার্ভিসসহ সবাই মিলে আগুন নিভিয়েছি। আমাদের প্রশিক্ষিত লোকজন আছে। তারা শুরুতেই ব্যবস্থা নিয়েছিল। আগুন খুব বেশি ছড়াতে পারেনি। তাই ক্ষয়ক্ষতিও তেমন নেই। বড় ধরনের কোনো কিছু হয়নি।
এর আগে বেলা ১১টা ২৫ মিনিটে ইস্টার্ন রিফাইনারিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের আটটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
বিএনএ/এমএফ