17 C
আবহাওয়া
৬:৩৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » ১১ ঘণ্টা পর সচল হলো মোবাইল ইন্টারনেট

১১ ঘণ্টা পর সচল হলো মোবাইল ইন্টারনেট

১১ ঘণ্টা পর সচল হলো মোবাইল ইন্টারনেট

বিএনএ ঢাকা: কারগিরি সমস্যার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর সারাদেশে মোবাইল ইন্টারনেট সেবা চালু হয়েছে। শুক্রবার (১৫ই অক্টোবর) বিকেল সাড়ে চারটা থেকে বিভিন্ন জেলায়  থ্রি-জি ও ফোর-জি ইন্টারনেট সেবা সচল হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রি. জে. এহসানুল করিম।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাত থেকে ইন্টারনেটের এ সেবা বন্ধ হয়ে যায়। কোথাও কোথাও ধীরগতির টুজি ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছিল। তবে চালু ছিল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা।

পরে শুক্রবার সকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকে বলা হয়, কারিগরি সমস্যার কারণে সারা দেশের সব মোবাইল অপারেটরের ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। বিকেল নাগাদ ইন্টারনেট সেবা ঠিক হতে পারে।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ