17 C
আবহাওয়া
৬:৪১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বিএনএ পাবনা: পাবনার ঈশ্বরদী উপজেলায় বাস-ট্রাক-অটোভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার আওতাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মুনসুর আলী খাঁ, সাইফুল শাহ এবং আসিফ হোসেন।

পুলিশ জানিয়েছে, ব্যাটারিচালিত অটোভ্যান ও মোটরসাইকেল পাবনা থেকে রুপপুর যাচ্ছিল। আর রুপপুর থেকে পাবনার দিকে যাচ্ছিল একটি ট্রাক। আওতাপাড়া নামক এলাকার একটি মোড়ে পৌঁছালে মোটরসাইকেল ও অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সে সময় একটি বাসও সেখানে পৌঁছালে ত্রি-মুখী সংঘর্ষে অটোচালক ও এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন।

মোটর সাইকেল আরোহী আসিফ হোসেনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকরানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক, ভ্যান, মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ