16 C
আবহাওয়া
৫:১২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » করোনা পরিস্থিতি, দেশে ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু

করোনা পরিস্থিতি, দেশে ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু


বিএনএ ঢাকা: মহামারি করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে।২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ জন ও নারী ৫ জন। এদের মধ্যে ঢাকায় ৬ জন মারা গেছে। এছাড়া চট্টগ্রামে ২ ও সিলেটে ১ জন মারা গেছেন। আর এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৪৬ জনে।

গত একদিনে ৩৯৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৬৪ হাজার ৮৮১ জনে। নতুন ৫২৩ জনসহ করোনা থেকে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৬ হাজার ৮৯১ জন।

শুক্রবার (১৫ই অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের ৮২৯ টি পরীক্ষাগারে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে ১৮ হাজার ৯৮০টি নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক শূন্য ৯। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৭ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ বলে জানায় স্বাস্থ্য অধিদফতর।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ