22 C
আবহাওয়া
১:২০ অপরাহ্ণ - জানুয়ারি ২৬, ২০২৫
Bnanews24.com
Home » বুশ বাজার এখন মুজাহিদিন বাজার

বুশ বাজার এখন মুজাহিদিন বাজার

বুশ বাজার এখন মুজাহিদিন বাজার

মার্কিন ও বহুজাতিক বাহিনীর সৈন্যরা অবস্থানকালে আফগানিস্তানের কাবুলে স্থাপিত একটি আধুনিক বাজারের নামকরণ করা হয়েছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের নামানুসারে-বুশ বাজার।

তালেবানরা সরকার গঠনের পর গত ১৩ অক্টোবর বাজারটির নাম পরিবর্তন করে মুজাহিদিন বাজার করে দিয়েছে।

কাবুলের এই বাজারটি স্পোর্টস সামগ্রি, ইলেকট্রনিক্স ডিভাইস এবং ফাস্ট ফুডের জন্য খুব জনপ্রিয়।সূত্র:খামা প্রেস।

বিএনএ নিউজ ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ