মিয়ানমারের চিন প্রদেশে গত মঙ্গলবার হতে সরকারি সেনা-বিদ্রোহী গোষ্টির মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। প্রদেশটিতে মিয়ানমার জান্তা সরকার কয়েক হাজার অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে। পাঠানো হয়েছে সাজোয়ান যান। কামান ও গোলা বারুদ।
পাহাড়বেষ্টিত ও পাহাড়ি পথ ও জঙ্গলে লুকিয়ে থাকা বিদ্রোহীদের দমনে মিয়ানমার সরকার বর্তমানে মরিয়া হয়ে ওঠেছে। চিন প্রদেশের রাজধানী হাকা ও আশপাশের এলাকা বর্তমানে জনশূণ্য। বুধবার ও বৃহস্পতিবারের পৃথক পৃথক সংঘর্ষে ১০জন মিয়ানমার সৈন্য মারা গেছে। তাদের মধ্যে ৫জন মারা যায় স্থল মাইন বিস্ফোরণে। চিনল্যান্ড ডিফেন্স ফোর্স ও চিনল্যান্ড আর্মির কেউ হতাহত হয় নি বলে দাবি করেছে সিডিএফ।
চিন রাজ্য পশ্চিম মায়ানমারের একটি রাজ্য। ৩৬,০১৯ বর্গ কিলোমিটার চীন রাজ্যের পূর্বে সাগাইং বিভাগ এবং ম্যাগওয়ে বিভাগ, দক্ষিণে রাখাইন রাজ্য, দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশ এবং পশ্চিমে ভারতের মিজোরাম এবং উত্তরে মণিপুর। সূত্র : মিয়ানমার নাও
বিএনএ নিউজ ২৪, এসজিএন