15 C
আবহাওয়া
১০:৫৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » আর্জেন্টিনা ও ব্রাজিল নিজ নিজ খেলায় জয়ী

আর্জেন্টিনা ও ব্রাজিল নিজ নিজ খেলায় জয়ী

আর্জেন্টিনা ও ব্রাজিল নিজ নিজ খেলায় জয়ী

বিএনএ,স্পোর্টস ডেস্ক :  কাতার বিশ্বকাপ বাছাইপর্বে শুক্রবার (১৫ অক্টোবর) ভোরে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১-০গোলে হারিয়েছে পেরুকে। ভোর সাড়ে ৫টায় এ খেলা শুরু হয়। আর্জেন্টিনার পক্ষে গোল করেন এল মার্টিনেজ।

দিনের অপর খেলায় বাছাইপর্বে ল্যাতিন অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষে  থাকা ব্রাজিল ৩-০গোলে উরুগুয়েকে হারিয়েছে।খেলার  প্রথমার্ধের ১১মিনিটের মাথায় নেইমার ও ১৬ মিনিটের মাথায় রাফিনহা উরুগুয়ের জালে বল পাঠান।নেইমার এর পাসে ৫৯ মিনিটের মাথায় আবারও রাফিনহা গোল করে দল কে এগিয়ে দেন।

দিনের অপর খেলাসমূহে বলিভিয়া ৪-০গোলে প্যারাগুয়েকে, চিলি ৩-০গোল ভেনিজুয়েলাকে হারায় এবং কলম্বিয়া ও ইক্যুয়েডর খেলা ০-০ ড্র হয়েছে।

পয়েন্ট তালিকা: 

ব্রাজিল          ১১খেলায় জয় ১০টিতে , ড্র একটি। মোট পয়েন্ট ৩১

আর্জেন্টিনা ১১ খেলায় ৭টিতে জয়, ড্র৪টি। মোট পয়েন্ট ২৫

ইক্যুয়েডর : ১২ খেলায় ৫ টিতে জয়, ২টি ড্র, পরাজয় ৭ মোট পয়েন্ট ১৭

কলম্বিয়া : ১২খেলায় ৩টি জয় ৭টিতে ড্র ,২টিতে পরাজয়, মোট পয়েন্ট ১৬

সূত্র: লাইভ স্কোর

Loading


শিরোনাম বিএনএ