22 C
আবহাওয়া
১২:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » লেবাননে বিক্ষোভে গুলি, নিহত ৬, আহত ৬০

লেবাননে বিক্ষোভে গুলি, নিহত ৬, আহত ৬০

লেবাননে বিক্ষোভে গুলি, নিহত ৬, আহত ৬০

বিএনএ, বিশ্বডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ ও আমাল মুভমেন্টের ডাকা বিক্ষোভে অস্ত্রধারীদের হামলায়  অন্তত ছয় জন নিহত ও ৬০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার(১৪ অক্টোবর) সকালে বৈরুতে বিক্ষোভে অস্ত্রধারীরা গুলি চালায়।

ফার্সটুডের খবরে বলা হয়, গত বছর বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার তদন্ত থেকে বিচারক তারেক বিতারকে অপসারণের দাবিতে হিজবুল্লাহ ও আমাল মুভমেন্ট এ বিক্ষোভের ডাক দেয়। ঐ বিচারকের তৎপরতাকে পক্ষপাতদুষ্ট হিসেবে আখ্যায়িত করেছে এই দুই সংগঠন। বিক্ষোভকারীরা তাকে আমেরিকার দাস হিসেবে অভিযুক্ত করছেন।

বিক্ষোভে গুলি ও সংঘর্ষ প্রসঙ্গে লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী বাসাম মৌলভী বলেছেন, কয়েক জন স্নাইপার জনগণকে লক্ষ্য করে গুলি চালানোর পর সংঘর্ষ শুরু হয়। তিনি অস্ত্রধারীদের গ্রেপ্তার করার ওপর গুরুত্ব আরোপ করেন। একইসঙ্গে দেশে শান্তি ও শৃঙ্খলা বজার রাখার আহ্বান জানান।

উল্লেখ্য,গত বছরের ৪ আগস্ট দুই দফায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে লেবাননের রাজধানী বৈরুত। এ ঘটনায় দুই শতাধিক মানুষ নিহত হন। এই বিস্ফোরণে তদন্তে পক্ষপাতিত্ব করা হচ্ছে বলে বিচারক তারেক বিতারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ