বিএনএ, ঢাকা: সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে আটক করেছে র্যাব। শনিবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার এক বার্তায় জানানো হয়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র ও জনতার ওপর গুলি চালানোর ঘটনায় তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া গণমাধ্যমকে জানান, সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে ইস্কাটন থেকে আটক করেছে র্যাব। পরে র্যাব ১২টার দিকে তাকে আদাবর থানায় হস্তান্তর করে গেছে। তার বিরুদ্ধে আদাবর থানায় হত্যা মামলা রয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্টের ঐ আন্দোলনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যান। এরপর থেকে সরকারে থাকা অন্তত ২৫ জন মন্ত্রী, সংসদ সদস্য এবং উপদেষ্টাসহ শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে আটক করা হয়েছে। এই তালিকায় আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীও রয়েছেন। এছাড়া বেশ কয়েকজন সাবেক সংসদ সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে।
এসজিএন