16 C
আবহাওয়া
৯:৩২ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » জেলা পরিষদ নির্বাচন: নেত্রকোনায় প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

জেলা পরিষদ নির্বাচন: নেত্রকোনায় প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

জেলা পরিষদ নির্বাচন: নেত্রকোনায় প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

বিএনএ, নেত্রকোনা:  বিপুল উৎসাহ্ উদ্দীপনার মধ্য দিয়ে জেলা পরিষদ নির্বাচনে নেত্রকোনায় চেয়ারম্যান পদে ৩ জন ও সদস্য পদে ৬০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।  বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

পরে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় জাতীয় পার্টির কার্যকরি কমিটির সদস্য. জেলা জাতীয় কৃষক পার্টির আহবায়ক, জেলা পরিষদের সাবেক সদস্য রহিমা আক্তার ওরফে আসমা আশরাফ ও স্বাতন্ত্র প্রার্থী হিসেবে বীর মুক্তিযোদ্ধা আবু ফরিদ খানের ছেলে সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা আবু সাঈদ খান জ্যোতি মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এ ছাড়াও জেলার ১০ উপজেলায় ১০জন সদস্য পদে ৪৬ জন ও ৩ জন মহিলা সদস্য পদে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে।

নেত্রকোনা জেলা নির্বাচন অফিসার মো. আবদুল লতিফ শেখ বলেন, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন ও সদস্য পদে ৪৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাঁছাই, ১৯ থেকে ২১ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল, ২২ থেকে ২৪ সেপ্টেম্বর আপিল নিষ্পত্তি, ২৫ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দের তারিখ ধার্য রয়েছে।

বিএনএ/ বাবুল,এমএফ

Loading


শিরোনাম বিএনএ