25 C
আবহাওয়া
৭:৫৬ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ১০ মামলার আসামি আটক

চট্টগ্রামে ১০ মামলার আসামি আটক

চট্টগ্রামে ১০ মামলার আসামি আটক

বিএনএ, চট্টগ্রাম :অবৈধ অস্ত্র, হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ১০ মামলার ওয়ারেন্টভূক্ত আসামিকে আটক করেছে র‌্যাব।বুধবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের সীতাকুণ্ড থানার বারবকুণ্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আটক ব্যক্তির নাম কবির আহমেদ (৩৬)।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার গণমাধ্যমকে বলেন, কয়েকদিন ধরে র‌্যাব-৭ চট্টগ্রামে অভিযোগ আসে যে, সীতাকুণ্ডের ৫নং বাড়বকুণ্ড ইউনিয়ন এলাকায় মো. কবির আহমেদ নামের এক ব্যক্তি অস্ত্রের ভয় দেখিয়ে চুরি, ডাকাতি, ছিনতাই এবং মাদক কারবারিসহ বিভিন্ন অপকর্ম করছে। এমন অভিযোগের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে মো. কবির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব জানায়,, ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) পর্যালোচনা করে কবির আহমেদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অবৈধ অস্ত্র, হত্যা, হত্যা-চেষ্টা, চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ সর্বমোট ১০টি মামলা পাওয়া যায়। গ্রেপ্তারের আগে সে বাড়বকুণ্ড এলাকাটি ত্রাসে পরিণত করেছিলো।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ