বিএনএ ডেস্ক: বাংলাদেশ পুলিশের পরবর্তী মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। যিনি বর্তমানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব পালন করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এই তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ পুলিশের বর্তমান আইজিপি বেনজীর আহমেদের মেয়াদ এই মাসেই শেষ হচ্ছে। পুলিশের পরবর্তী প্রধান কে হচ্ছেন তা নিয়ে পুলিশ বিভাগে চলছিল নানা আলোচনা ও গুঞ্জন।
আগামী নির্বাচন সামনে রেখে পুলিশপ্রধান পদে বেনজীর আহমেদের চাকরির মেয়াদ চুক্তিতে বাড়ানো হবে কি না, তা নিয়ে কয়েক মাস ধরে পুলিশের ভেতরে–বাইরে আলোচনা চলছিল। এছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যের বিষয়টি নিয়ে আলোচনা চলছিল।
বাংলাদেশ পুলিশের ৩১তম আইজিপি হওয়ার দৌড়ে শুরু থেকেই র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আলোচনায় ছিলেন। শেষ পর্যন্ত তিনিই হতে যাচ্ছেন পরবর্তী পুলিশ প্রধান।
জানা গেছে, ৩০ সেপ্টেম্বর বর্তমান আইজিপির মেয়াদ শেষ হওয়ার পরই চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আইজিপির দায়িত্ব নেবেন।
র্যাবের মহাপরিচালক পদে যোগদানের আগে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বিসিএস অষ্টম ব্যাচের এই কর্মকর্তা আগামী ১১ জানুয়ারি অবসরে যাওয়ার কথা
বিএনএনিউজ২৪/ এমএইচ