15 C
আবহাওয়া
৬:২৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » হার দিয়েই চ্যাম্পিয়নস লিগ শুরু ম্যানইউ’র  

হার দিয়েই চ্যাম্পিয়নস লিগ শুরু ম্যানইউ’র  

হার দিয়েই চ্যাম্পিয়নস লিগ শুরু ম্যানইউ’র

বিএনএ ক্রীড়া ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগের উদ্বোধনী দিন ‘এফ’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে দিল সুইজারল্যান্ডের দল ইয়ং বয়েজ।

রেড ডেভিল জার্সিতে ইংলিশ লিগে প্রত্যাবর্তনটা রাজসিক ছিল রোনালদোর। চ্যাম্পিয়নস লিগেও সেই ইঙ্গিত দিয়েছিলেন পর্তুগিজ যুবরাজ। গোল করেছেন, রেকর্ড স্পর্শ করেছেন, শুধু দলের হারটা এড়াতে পারেননি তিনি।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচের ১৩ মিনিটেই ব্রুনো ফার্নান্দেজের অ্যাসিস্ট থেকে গোল করে দ্বিতীয় দফায় ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে চ্যাম্পিয়নস লিগের অভিষেক রাঙান সিআর-সেভেন। প্রথমার্ধে আরও একটি সুযোগ পেয়েছিলেন রোনালদো। তবে, তার দূরহ কোণ থেকে নেয়া শট ফিরিয়ে দেন ইয়ং বয়েজ গোলরক্ষক। আর এখানেই শেষ। পুরো ম্যাচে গোলমুখে এ দুটি শটই নিতে পেরেছে ইংলিশ জায়ান্টরা। বাকি অংশে শুধুই সুইস ক্লাবটির আধিপত্য ছিল। বিরতির আগে প্রথম ধাক্কা খায় ম্যানইউ। ইয়ং বয়েজ মিডফিল্ডার পেরেইরাকে ফাউল করলে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দলটির ডিফেন্ডার ওয়ান বিসাকা। ১০ জনের দলে পরিণত হয় ম্যানইউ।

ম্যাচের ৬৬ মিনিটে  ইয়ং বয়েজকে সমতায় ফেরান এনগামালেও। এর কিছুক্ষণ পর রোনালদোর পরিবর্তে লিংগার্ডকে নামান ওলে গুনার সুলশায়ের। নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে সেই লিংগার্ডের ক্ষমার অযোগ্য ভুলে কপাল পুড়ে ম্যানইউর। এ মিডফিল্ডারের বাড়ানো দুর্বল ব্যাকপাসের সুযোগ নিয়ে ইয়ং বয়েজকে পূর্ণ পয়েন্ট এনে দেন থিওসন সিবাশু।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ