বিএনএ, বিশ্বডেস্ক : চীনের কিংহাই প্রদেশের চাইদারে একটি খনি থেকে ১৯ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দূর্ঘটনার প্রায় একমাস পর ভুপৃষ্ঠের আটশ কিলোমিটার নিচ থেকে এ মরদেহগুলো উদ্ধার করে উদ্ধারকর্মীরা।
ব্লুমবার্গে প্রকাশিত খবরে বলা হয়, গত মাসে দুর্ঘটনায় কয়লা খনির ভেতরে আটকা পড়েন ২১ জন শ্রমিক।
তাদের মধ্যে দুইজনকে উদ্ধার করা সম্ভব হয়েছিল যাদের মধ্যে একজন আহত ও একজন মৃত ছিল। পরে টানা একমাস উদ্ধার অভিযানের পর ভুপৃষ্ঠ থেকে আটশ কিলোমিটার নিচ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
বিএএনএনিউজ/ এইচ.এম।