24 C
আবহাওয়া
১২:৫৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » কামরাঙ্গীরচরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

কামরাঙ্গীরচরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

কামরাঙ্গীরচরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

বিএনএ, ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর ট্যানারি পুকুর পাড় এলাকায় মেহেরুন্নেসা মীম (১৭) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী অভিযুক্ত সোহেল মিয়া পলাতক রয়েছেন। মীমকে অচেতন অবস্হায় ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেলে মৃত ঘোষণা করেন।

মীমের বোন তন্নিকা জানান, চার বছর আগে প্রেম করে সোহেলকে বিয়ে করে আমার বোন। তাদের দুই বছরের একটি সন্তান আছে। বিয়ের পর থেকেই মীমকে সোহেল মিয়া বিভিন্নভাবে নির্যাতন করত। মঙ্গলবার দুপুরে সোহেল বলে আমার গোপন জায়গায় একটি বিষফোঁড়া উঠেছে এই কথা বলে আমার বোনকে বাথরুমে নিয়ে যায়। কিছুক্ষণ পর সে বাথরুম থেকে বের হয়ে আমাকে বলে, আমি ওষুধ কিনতে গেলাম। পাশের এক প্রতিবেশী দেখতে পায় আমার বোন মীম বাথরুমের ভেতরে উপুড় হয়ে পড়ে আছে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমার বোনের গলায় কালো দাগ রয়েছে। চিকিৎসক ধারণা করছেন, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমাদের বাড়ি বরিশাল ঝালকাঠি জেলায়।

এ বিষয়ে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, আমরা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে আছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। গৃহবধূকে হত্যার পর স্বামী পলাতক রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে আমরা তদন্ত করছি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

বিএনএনিউজ/আজিজুল হাকিম,বিএম

Loading


শিরোনাম বিএনএ
রাজধানীতে ট্রাকে ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি: উপদেষ্টা আসিফ ক্রিসমাস ট্রি পোড়ানোর ঘটনায় সিরিয়ায় ব্যাপক বিক্ষোভ আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয় বর্তমান সময়ে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ---তথ্য উপদেষ্টা রাজধানীতে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান মন্ত্রিপরিষদ সচিবের ভাইয়ের নামে বরাদ্দকৃত বনভূমির বরাদ্দ বাতিল হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে প্রতিশ্রুতি ৪৪তম বিসিএস-এর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’ খসড়ার চূড়ান্ত অনুমোদন