স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ফিফা নারী ফুটবল বিশ্বকাপ ২০২৩ (Women’s World Cup 2023) এর প্রথম সেমিফাইনালে সুইডেনকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে স্পেন। অকল্যান্ডের ইডেন পার্কে মঙ্গলবারের(১৫ আগস্ট) এই খেলায় টপ ফেভারিট সুইডেনকে ২-১ গোলে পরাজিত করেছে স্পেন।
নারী বিশ্বকাপের(Women’s World Cup 2023) শেষ ৯ আসরের ৫টিতেই সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল সুইডেন দল। শিরোপা অর্জনেও সুইডিশ নারীরা ছিল এবার ফেভারিট। আসরের শুরু থেকেই দুর্দান্ত পারফর্মও করে আসছিল তারা। বিদায় করে দিয়েছিল সাবেক দুই চ্যাম্পিয়ন জাপান ও যুক্তরাষ্ট্রকেও। চলমান বিশ্বকাপের শেষ চারে ওঠা দলগুলোর মধ্যে ফিফা র্যাংকিংয়েও তারা সবার ওপরে (তিন নম্বরে)। অন্যদিকে ৬ নম্বরে থাকা স্পেন দল বিশ্বকাপের সেমিতেই পা রেখেছে প্রথমবারের মতো।
আগামী ২০ আগস্ট ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ ২০২৩ আসরের। সেখানে স্বাগতিক অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মোকাবিলা করবে স্পেন।
অস্ট্রেলিয়া ও শিরোপার অন্যতম দাবিদার ইংল্যান্ড আগামীকাল (বুধবার) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে।
ফিফা নারী ফুটবল বিশ্বকাপ ২০২৩ ফাইনাল কবে ?
FIFA Women’s World Cup™ 2023 Final Match on
Sunday 20 August 2023( রবিবার ২০ আগস্ট)।
বিএনএনিউজ২৪,জিএন