29 C
আবহাওয়া
৮:৪০ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » গাজীপুরে ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

গাজীপুরে ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

গাজীপুরে ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

বিএনএ ডেস্ক: গাজীপুরে ধীরাশ্রম স্টেশন এলাকায় ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনের চার বগি লাইনচ্যুত হয়েছে। ফলে রাজধানীর সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার (১৪ জুলাই) রাত সোয়া নয়টার দিকে গাজীপুরের ধীরাশ্রম রেল স্টেশনের আউটার সিগন্যালের পাশে এ লাইনচ্যুতির ঘটনা ঘটে।

জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মো. রেজাউল ইসলাম জানান, ঢাকা থেকে পঞ্চগড় ছেড়ে যাওয়ার পথে দ্রুতযান এক্সপ্রেসের চারটি বগি ধীরাশ্রম স্টেশনের উত্তর পাশে লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি পুরোই কাত হয়ে পড়েছে, বাকিগুলো আংশিক কাত হয়ে পড়েছে।

স্থানীয়রা জানায়, বিকট শব্দে ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হয়। দুর্ঘটনার খবর পেয়ে রেল পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মী এবং স্বেচ্ছাসেবী সংগঠন স্পেশাল রেসপন্স টিমের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধার কাজ শুরু করেন। আহতদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, ট্রেন দুর্ঘটনায় আহত শান্তু নূর (২০), মেহেদী হাসান (২২), ইজাজ নাকিব নূর (১৭), আহসান হাবিব (২০), ফাহিম (১৯), সামি (২০), জাকিয়া সুলতানা (২৩), রোকেয়া (১৯), মল্লিকা ঘোষকে (২৫) চিকিৎসা দেয়া হচ্ছে।

স্টেশন মাস্টার মো. রেজাউল ইসলাম জানান, উদ্ধারকারী ট্রেন পৌঁছালে লাইনচ্যুত বগিগুলোর উদ্ধার কাজ শুরু হবে। পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর স্টেশনে এসে আটকা পড়েছে। এ ট্রেনের অনেক যাত্রী বিকল্প উপায়ে গন্তব্যে রওনা দেন।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ