বিএনএ ডেস্ক : আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে গত বছরের ৫ই আগষ্ট। দলটির শীর্ষ নেতাদের বড় একটি অংশ বিদেশে পাড়ি জমিয়েছে, যারা যেতে পারেনি তারা অসংখ্য হত্যা মামলায় কারাগারে আটক আছে। শুধু তাই নয়, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষিদ্ধাজ্ঞা জারি করেছে। আওয়ামী লীগ বিহীন রাজনৈতিক মাঠ দখল ও ক্ষমতায় যাওয়ার প্রতিযোগীতা শুরু করেছে বিএনপি ও জামায়াত ইসলামী।
নির্বাচনী প্রতিযোগীতায় জামায়াত ইসলামী বিএনপির চেয়ে কয়েক ধাপ পিছিয়ে রয়েছে। বিএনপি’র ক্ষমতায় যাওয়া ঠেকাতে সম্প্রতি সংখ্যানুপাত তথা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করেছে জামায়াত ইসলামী। এই পিআর পদ্ধতিতে নির্বাচন ইস্যুতে জামায়াত ইসলামীর সঙ্গে হাত মিলিয়েছে সরকারি দল খ্যাত সদ্য গঠিত এনসিপি, কওমি মাদ্রাসা ভিত্তিক হেফাজত ইসলামী বাংলাদেশ ও চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বিএনপি’র এক সময়কার মিত্র এসব দল বিভিন্ন সভা সমাবেশে বিএনপি’কে চাঁদাবাজ –দখলদার ও খুনের আশ্রয়-প্রশ্রয় কারি হিসাবে আখ্যায়িত করেছে। এমনকি বিএনপিকে নিষিদ্ধ করার দাবি জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ফজলে বারি মাসুদ চরমোনাই পীরের এই দলটি বিএনপিকে নিষিদ্ধ করার দাবিই তুলে ক্ষান্ত হয়নি, রাজপথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপাসন তারেক রহমান চাঁদার ভাগ পান এমন শ্লোগান দিতেও দেখা যায়।
এদিকে সোমবার পল্টনে এক সমাবেশে পুরান ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
তিনি বলেছেন, ‘এ ঘটনায় গ্রেপ্তার হওয়া মাহিনের সঙ্গেএনসিপির নেতাদের ছবি রয়েছে, বিএনপির সঙ্গে নয়।’
চরমোনাই পীরের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, এই লোকটি ও তাঁর দলবল এখন বিএনপিকে সহ্য করতে পারছে না। কিন্তু আওয়ামী লীগকে ঠিকই সহ্য করেছেন।’
জামায়াতে ইসলামীর সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, ‘আরেকটি দল যারা লম্বা লম্বা কথা বলা ছাড়া আর সুকৌশলে হাদিয়া নেওয়া ছাড়া আর কোনো কাজ নাই। টাকা নিয়েছেন বসুন্ধরা ও সিটি গ্রুপের কাছ থেকে। সমস্ত কিছুর হিসাব হবে বলে হুশিয়ারি দেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।
এ দিকে পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ইসলামী ছাত্র শিবিবের একটি গুপ্ত সংগঠন কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যবহারের মাধ্যমে ছাত্রদলের বিপক্ষে ‘মব’ সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। সোমবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল শুরুর আগে তিনি এ কথা বলেন।
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জানান, ছাত্রদলের বিরুদ্ধে ‘নামে-বেনামে প্রোপাগান্ডা ছাড়াচ্ছে শিবির’।
তিনি বলেন, ‘পাঁচই অগাস্টের পরে তারা আত্মপ্রকাশ করেছে। আত্মপ্রকাশ করেই ছাত্রদলের বিরুদ্ধে নামে-বেনামে প্রোপাগান্ডা তৈরি করছে। এর মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের একটা বিভেদ তৈরি করে নিজেরা ফায়দা লুটতে, তারা তৎপর রয়েছে।
সৈয়দ সাকিব