14 C
আবহাওয়া
১১:১২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » বোয়ালখালী প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে নতুন ইউএনও’র সৌজন্য সাক্ষাৎ 

বোয়ালখালী প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে নতুন ইউএনও’র সৌজন্য সাক্ষাৎ 


বিএনএ, চট্টগ্রাম : বোয়ালখালী প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা।

সোমবার (১৫ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এসএম মোদ্দাচ্ছের এবং সাধারণ সম্পাদক সেকান্দর আলম বাবরের নেতৃত্বে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. শাহীনুর কিবরিয়া মাসুদ, এম এ মান্নান, সহ সভাপতি রাজু দে, সহ সাধারণ সম্পাদক পূজন সেন, আবুল ফজল বাবুল, আল সিরাজ ভান্ডারী, দেবাশীষ বড়ুয়া রাজু, কাজী শাহী এমরান কাদেরী, হোসাইন মাহমুদ, বাবর মুনাফ, আবু নাঈম ও শাহদাত হোসেন জুনাঈদী।

নবাগত ইউএনও বলেন, উপজেলার সার্বিক সরকারি সেবা প্রদানে সকলের সহযোগিতা প্রয়োজন। এতে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ