18 C
আবহাওয়া
৩:১০ অপরাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » ছাত্রলীগের পিটুনিতে ছত্রভঙ্গ কোটাবিরোধীরা

ছাত্রলীগের পিটুনিতে ছত্রভঙ্গ কোটাবিরোধীরা


বিএনএ, ঢাকা : কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের হটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাস নিয়ন্ত্রণে নিয়েছে ছাত্রলীগ। সোমবার (১৫ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে ক্যাম্পাস নিয়ন্ত্রণে নেয় তারা।

ঢাবির টিএসসিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বেলা ৩টার পরে বিজয় একাত্তর হলের দিক থেকে প্রথমে হামলা চালানো হয়। এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি দল বিজয় একাত্তর হলে প্রবেশ করতে গেলে তাঁদেরকে বাধা দেয় ছাত্রলীগের কর্মীরা। এ নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। তখন আশপাশের হলগুলোর ছাত্রলীগ নেতাকর্মীরা এসে একজোট হয়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে জড়ো হওয়া শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। অভিযোগ পাওয়া গেছে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে অনেকেই মারধরের শিকার হয়েছেন। আক্রান্তদের মধ্যে ছাত্রীরাও রয়েছেন।

ঢাবির টিএসসিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বেলা ৩টার পরে বিজয় একাত্তর হলের দিক থেকে প্রথমে হামলা চালানো হয়। এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি দল বিজয় একাত্তর হলে প্রবেশ করতে গেলে তাঁদেরকে বাধা দেয় ছাত্রলীগের কর্মীরা। এ নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। তখন আশপাশের হলগুলোর ছাত্রলীগ নেতাকর্মীরা এসে একজোট হয়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীরা দুই পাশে অবস্থান নিয়ে কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। এর মধ্যে আন্দোলনকারী শিক্ষার্থীরা সহায়তা চাইলে টিএসসি থেকে একটি দল সেদিকে যাত্রা করেন। মল চত্বরে তাদের বাধা দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিকেল সাড়ে ৩টার দিকে টিএসসির মল চত্বরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ধাওয়া–পাল্টা ধাওয়া ও ইট–পাটকেল নিক্ষেপের এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনের জায়গা থেকে পিছু হটতে বাধ্য হন। তাদের একদল ফুলার রোড হয়ে এবং আরেক দল স্যার এ এফ রহমান হলের সামনের রাস্তা দিয়ে নীলক্ষেতের দিকে সরে আসেন। অপর দিকে বিজয় একাত্তর হলের সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ চালিয়ে আসা শিক্ষার্থীরাও বিকেল ৪টার দিকে পিছু হটেন।

শিক্ষার্থীরা যখন পিছু হটছিলেন, তখন সামনে যাকে পান তার ওপর হামলা চালান ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় অনেক শিক্ষার্থী ছাত্রলীগ নেতাকর্মীদের লাঠির আঘাতে গুরুতর আহত হয়েছেন।

এর আগে সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্রসমাজের ব্যানারে এ কর্মসূচির আহ্বান করা হয়। কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা কলেজ, সরকারি ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজসহ রাজধানীর অন্তত ১০-১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ