24 C
আবহাওয়া
৯:৩৩ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » কর্ণফুলীতে যুবককে বেধড়ক পেটালেন ইউপি মেম্বার

কর্ণফুলীতে যুবককে বেধড়ক পেটালেন ইউপি মেম্বার


বিএনএ ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলীতে মো. আলাউদ্দিন (৩০) নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে চরলক্ষ্যা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. জয়নাল আবেদীন প্রকাশ নবী মেম্বারের বিরুদ্ধে। শনিবার রাতে ১১টার দিকে উপজেলার চরলক্ষ্যা (০৯ নম্বর ওয়ার্ড) চালিতলী এলাকার মনির সওদাগরের মুদির দোকানের সামনে এ ঘটনাটি ঘটে।

তবে রোববার আহত আলাউদ্দিন কে নির্যাতনের কিছু স্থির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে ঘটনাটি জানাজানি ও উপজেলা জুড়ে তুমুল নিন্দার ঝড় উঠে। কেননা, জনপ্রতিনিধি একজন দিনমজুরকে বেধড়ক মারধর করার বিষয়টি স্থানীয়রা ভালোভাবে গ্রহণ করেনি।

মারধরের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চরলক্ষ্যা ইউনিয়নের চেয়ারম্যান মো. সোলায়মান তালুকদার। আহত মো. আলাউদ্দিন ওই এলাকার মৃত জালাল উদ্দীনের ছেলে। সে পেশায় একজন দিনমজুর। তেলের কাজ করেন।

আহত আলাউদ্দিনের বড় ভাই জামাল উদ্দীন ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, ‘নবী মেম্বারের ভাই এলাকায় একটা দোকান করেন। আমার ভাই আলাউদ্দিন ওর ভাইয়ের দোকান থেকে কিছু তরি-তরকারি কিনে বাহিরে বিক্রি করতেন।

অন্যদিকে কাজ করে আমার ভাই কিছু তেল পেতেন। তরকারির টাকার পরিবর্তে ওই তেলগুলো দিয়ে সমন্বয় করে দিতেন। গতরাতে ১০ লিটার তেল বিক্রি করতে গেলে দাম দিতে চায় ৮০ টাকা। আগে দিতেন ৯০ টাকা। পরে এটা নিয়ে তর্কবিতর্ক হলে হঠাৎ মেম্বারসহ ৪-৫ জন লোক এসে আমার ভাইকে বেধড়ক মারধর করে পালিয়ে যান।

জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য মো. জয়নাল আবেদীন বলেন, ‘আলাউদ্দিন গতরাতে নেশা করা অবস্থায় এসে গালিগালাজ করাতে লোকজন আমাকে জানালে আমি ওকে মারধর করেছি। পরে চিকিৎসার জন্য টাকা দিয়েছি। এরপর ওর ভাইদের কাছে ক্ষমা চেয়েছি। পুলিশও এ বিষয় নিয়ে আমাকে ফোন করেছিলো।’

তবে আলা উদ্দিন নেশা করেছে বলে স্থানীয়দের কেউ জানায়নি । ওদিকে চরলক্ষ্যার ইউপি চেয়ারম্যান মো. সোলায়মান তালুকদার বলেন, ‘ঘটনাটি আমি সমাধানের চেষ্টা করতেছি।’

এ প্রসঙ্গে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, ‘ঘটনাটি শোনার পরপরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত ব্যক্তির অভিযোগ মতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বিএনএনিউজ২৪ডটকম/ হাসনা


শিরোনাম বিএনএ