29 C
আবহাওয়া
৭:৩১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৮, ২০২৪
Bnanews24.com
Home » ইউরো ২০২৪: ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন স্পেন

ইউরো ২০২৪: ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন স্পেন

উয়েফা ইউরো ২০২৪

স্পোর্টস ডেস্ক:  ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ইউরো শিরোপা ঘরে তুলল স্পেন। ইউরোর ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জিতল দেশটি। ২০১২ সালের পর ফের ফুটবলের ইউরোপিয়ান সিংহাসনে বসেছে দলটি। ইউরোপের প্রথম দল হিসেবে জিতে নিল চতুর্থ ইউরো চ্যাম্পিয়নশিপ।

football

রবিবার(১৪ জুলাই) বাংলাদেশ সময় রাতে জার্মানির বার্লিনে এদিন প্রথমার্ধে স্পেন ও ইংল্যান্ড দুই দলই লড়ল সমান তালে।মধ্যবিরতি থেকে ফিরেই এগিয়ে গেল স্পেন ১-০ গোলে। আরও একবার ঘুরে দাঁড়াল ইংল্যান্ড। ১-১ গোলে সমতা আনলো।

ম্যাচ অতিরিক্ত সময়ের পথে এগোলেও শেষ মুহূর্তে স্পেন পেয়ে গেল সৌভাগ্যের আরেকটি গোল। তাতে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে দিল স্পেন।

ম্যাচের ৪৭ মিনিটে লামিনে ইয়ামালের বাড়ানো বল দারুণ দক্ষতায় কোনাকুনি শটে জালে জড়িয়ে স্পেনকে এগিয়ে নেন নিকো উইলিয়ামস। ১-০ গোলের লিড নেয় স্পেন।

খেলার ৭২ মিনিটে ফের আক্রমণে যায় স্পেন। গোলের দুর্দান্ত সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত ব্যর্থ হতে হয় তাদের। স্পেনের রক্ষণভাগ ফাকা দেখে দ্রুত বল নিয়ে আক্রমণে উঠে ইংল্যান্ড। দারুণ পাসিং ফুটবলে আক্রমণ গড়ে তুলে ইংলিশরা। তবে ততক্ষণে ডি বক্সের ভেতর নিরাপত্তা জোরদার করে ফেলেছে স্পেন। বেলিংহাম শট নিতে না পেরে ডি বক্সের বাইরে কোল পালমারের উদ্দেশে বাড়ান। ভুল করেননি এই তারকা। কোনাকুনি নিচু শটে বল জালে জড়িয়ে ইংল্যান্ডকে সমতায় ফেরান তিনি।

৮৬ মিনিটে ব্যবধান বাড়িয়ে নিয়েছে স্পেন। মার্ক কুকুরেল্লার পাস আলতু ছুঁয়ায় জালে জড়িয়ে দলকে এগিয়ে নিয়েছেন মিকেল ওয়ারজাবাল।

উয়েফা ইউরো ২০২৪

ইউরো ফুটবল টাকার খেলায় আগে থেকেই অনেক এগিয়ে। কাঁড়ি কাঁড়ি টাকা ব্যয় করে তারা ফুটবলের পেছনে। আঞ্চলিক শ্রেষ্ঠত্বের কোনো আসরে এত বেশি টাকার ঝনঝনানি দেখার নজির নেই আর কোথাও।

এবারের আসরের প্রাইজমানি মোট অর্থমূল্য ৩৩১ মিলিয়ন ইউরো! বাংলাদেশী টাকায় যা চার হাজার ২৩৫ কোটি ৮ লাখ ৮৫ হাজার টাকা! যেখানে অংশ নেয়া ২০ দলের প্রত্যেকে পাবে ১০ মিলিয়ন ডলার তথা ১১৭ কোটি ৬০ লাখ ৯৫ হাজার টাকা করে।

কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলো পাবে ২৬ লাখ ৯০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যেটার পরিমাণ ৩১ কোটি ৬৩ লাখ ৬৯ হাজার ৫৫৫ টাকা। শেষ চারে ওঠা দলগুলো পাবে ৪০ লাখ ৩০ হাজার ডলার করে। অর্থাৎ ৪৭ কোটি ৩৯ লাখ ৬৬ হাজার ২৮৫ টাকা।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেরা দল কত টাকা পাবে ? 

রানার্স-আপ দল ৫দশমিক ৪ মিলিয়ন ডলার ও চ্যাম্পিয়ন দল বোনাস হিসেবে পাবে ৮.৬ মিলিয়ন ডলার।অর্থাৎ সব ধরনের বোনাস মিলিয়ে চ্যাম্পিয়ন হওয়া দলের কোষাগারে জমা হবে ৩০.৪৩ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৩৫৭ কোটি ৮৮ লাখ ৫৭ হাজার টাকা।

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
সদরঘাটে রেট চার্ট দৃশ্যমান স্থানে লাগানোর নির্দেশ-নৌ উপদেষ্টা একাধিক ভাষা শেখার সুযোগ যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করে-ড. মুহাম্মদ ইউনূস দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে থাকবে ১৬ বছরের নির্যাতনের চিত্র-তথ্য উপদেষ্টা শিপ ইয়ার্ডে বিস্ফোরণ : এসএন করপোরেশনের কার্যক্রম বন্ধ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করছে সরকার-ত্রাণ উপদেষ্টা যৌথ বাহিনীর অভিযানে ৫৩ অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তার ২৫ ব্যাংক থেকে নগদ টাকা তোলার সীমা থাক‌ছে না বিএনপির রাজনীতি হবে নতুন প্রজন্মের প্রত্যাশা পুরণের: আমীর খসরু ছাত্রকে গুলি করে হত্যা, পুলিশ সদস্য গ্রেপ্তার