ফেনী প্রতিনিধি : ফেনী সদরের ৪নং ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পে বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত ২শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১৪ জুলাই) সকালে জেলা পরিষদের আয়োজনে ৯ নম্বর ওয়ার্ডের পিঠা ফাসারি গ্রামে ক্ষতিগ্রস্তদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান পিঠা ফাসারি গ্রামের যাতায়াতের একমাত্র সড়ক পুন: নির্মাণ করার ঘোষণা দিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর নির্দেশনায় ফেনী সদরের ধর্মপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।
্এর মধ্যে রয়েছে- চাল, ডাল, তেল, আলু,পিঁয়াজ, রসুন, চিড়া, মুড়ি সহ শুকনো খাবার।
এছাড়াও ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও ফেনী সদরের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১ হাজার ৫শ পরিবারের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। আমাদের জেলা পরিষদ সবসময় প্রাকৃতিক দুর্যোগে অতীতেও জেলার সর্বস্তরের মানুষের পাশে ছিল আগামীতেও থাকবে বলে জানান তিনি।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার আপন, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন শাকা।
এসময় ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক সানি, সাধারণ সম্পাদক ইমাম হোসেন পলাশ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিন, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মান্নানসহ এলাকায় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবিএম নিজাম উদ্দিন, এসজিএন