বিশ্ব ডেস্ক : সিঙ্গাপুরে সরকারের শীর্ষ পর্যায়ের দুর্নীতি তদন্তে পরিবহনমন্ত্রী মি. S. Iswaran এবং বিলিয়নেয়ার হোটেল টাইকুন মি. Ong Beng Seng কে গ্রেপ্তার করা হয়েছে। দেশটিতে এই ধরনের গ্রেপ্তারের ঘটনা বিরল।অবশ্য দুজনেই পরে আদালত হতে জামিন পেয়েছেন। সিঙ্গাপুরের দুর্নীতি দমন সংস্থা এই তথ্য জানিয়েছে।
দেশটিতে কোন মন্ত্রীর কোনরকম দুর্নীতি কোন প্রধানমন্ত্রী সহ্য করেন না। খবর সিঙ্গাপুর স্ট্রেইট টাইমস।
এই প্রথমবারের মতো এমন গ্রেপ্তারের খবর নিশ্চিত করে শুক্রবার সন্ধ্যায় করাপ্ট প্র্যাকটিসেস ইনভেস্টিগেশন ব্যুরোর (সিপিআইবি) এক বিবৃতিতে বলা হয়, পরিবহনমন্ত্রী এস. ইশ্বরানকে গত ১১ জুলাই গ্রেপ্তার করা হয় এবং পরে তিনি জামিনে মুক্তি পান।
ব্যুরো জানায়, ঘটনা তদন্তে নাম আসায় সিঙ্গাপুরের অন্যতম ধনী ব্যক্তি হোটেল ব্যবসায়ী ওং বেং সেং’কে একই দিন গ্রেপ্তার করা হয় এবং পরে তিনিও জামিনে মুক্তি পান।
ব্যুরো তদন্তের বিস্তারিত প্রকাশ করেনি। বিশ্বের বাণিজ্যিক কেন্দ্র সিঙ্গাপুর বিশ্বে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিত।
দেশটিতে দুর্নীতি রোধে মন্ত্রীদের বেসরকারি খাতে শীর্ষ উপার্জনকারীদের মতো বেতন দেয়া হয়।
এদিকে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী Lee Hsien Loong পরিবহনমন্ত্রী মি. S. Iswaranকে দুর্নীতি তদন্ত চলা পর্যন্ত মন্ত্রীসভা থেকে বাধ্যতামূলক ছুটিতে থাকতে নির্দেশ দিয়েছেন।
বিএনএনিউজ২৪,জিএন