বিএনএ, ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়জন সাবেক শিক্ষক ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা পেতে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সভায় এ সংক্রান্ত প্রস্তাব সিন্ডিকেট সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য পাস করা হয়।
ছয়জন শিক্ষক হলেন-ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের অধ্যাপক খন্দকার বজলুল হক, উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আতিউর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, চারুকলার অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের অধ্যাপক রফিকুন নবী এবং প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক হাশেম খান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল বলেন, ছয় অবসরপ্রাপ্ত শিক্ষককে ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা দেওয়ার বিষয়টি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে (শিক্ষা পরিষদ) অনুমোদিত হয়েছে। এখন সিন্ডিকেটে অনুমোদিত হলে বিষয়টি চূড়ান্ত হবে। এরপর তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
বিএনএনিউজ/এইচ.এম/ হাসনাহেনা।