বিএনএ, টাঙ্গাইল : টাঙ্গাইলের জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ১০ মিনিটের মধ্যেই এ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এ সময় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।অগ্নিকাণ্ডের ঘটনায় ওয়ার্ডটি আপাতত বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলা চালাতে যে বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করা হয়, তা থেকে এ আগুনের সূত্রপাত।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে আগুন লাগে। পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় রোগীদের কোনো ক্ষতি হয়নি।
জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মো: সাহাবুদ্দিন খান বলেন, ‘রোগীদের সরিয়ে দ্রুত অন্য ওয়ার্ড স্থানান্তর করে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে আইসিইউ বন্ধ রয়েছে। আমরা যত দ্রুত সম্ভব আইসিইউ ওয়ার্ড প্রস্তুত করা হবে।’
বিএনএনিউজ/এইচ.এম।