18 C
আবহাওয়া
১:৫৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ইভটিজিংয়ের দায়ে যুবককে জরিমানা

ইভটিজিংয়ের দায়ে যুবককে জরিমানা

জরিমানা ভ্রাম্যমাণ আদালতে

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে ইভটিজিং করার দায়ে মো. রাকিব (২১) নামের এক যুবককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ জুলাই) উপজেলার বড়দীঘির পাড় এলাকায় এক শিক্ষার্থীকে ইভটিজিং করার সময় এই জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ।

বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের দুই মেয়ে শিক্ষার্থী তিন বছর ধরে ওই এলাকায় টিউশনি করতে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় রাকিবসহ আরও দু’তিনজন ছেলে তাদের ইভটিজিং করে। এ সময় ওই শিক্ষার্থী প্রতিবাদ করায় রাকিব ও তার সঙ্গীরা শিক্ষার্থীর সাথে বাকবিতণ্ডা শুরু করে।

তিনি বলেন, পরে ওই শিক্ষার্থী থানায় ফোন করলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে রাকিবকে আটক করে। তবে অন্যরা পালিয়ে যায়। পরে তাৎক্ষণিক ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাকিবকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ