14 C
আবহাওয়া
১০:২১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » ট্রেনের টিকিট কালোবাজারিতে আনসার সদস্যসহ আটক ৩

ট্রেনের টিকিট কালোবাজারিতে আনসার সদস্যসহ আটক ৩


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে এক আনসার সদস্যসহ তিন জনকে আটক করা হয়েছে। টিকেট কালোবাজারির সময় তাদের হাতেনাতে আটক করে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই চট্টগ্রাম মেট্রোর সদস্যরা।

শনিবার (১৫ জুন) দুপুর আড়াইটার সময় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করা হয়। রেলস্টেশনের প্রথম গেইট থেকে তাদের আটক করা হয় বলে জানায় এনএসআই সদস্যরা।  আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেল স্টেশন জেনারেল শাখার সিআই আমান উল্লাহ আমান।

আটকৃতরা হলেন, স্টেশন আনসার সদস্য স্বপন মিয়া, টিকেট কালোবাজারি মজনু মিয়া ও রুবেল।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল ইসলাম বলেন, তাদের কাছ থেকে মহানগরন গোধূলি ট্রেনের ৯টি টিকিট উদ্ধার করা হয়েছে। এসব টিকিট তারা বেশি দামে কালোবাজারে বিক্রি করার জন্য চেষ্টা করছিলো। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/নাবিদ, এমএফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ