হাত বাড়ালে প্যাকেজাত দুধ পাওয়া গেলেও চট্টগ্রাম নগরবাসীর গরুর খাঁটি দুধের চাহিদা রয়েছে। তাইতো এ খায়েস মেটাতে প্রতিদিন কর্ণফুলী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে থেকে নগরে কলসী কাঁধে দুধ নিয়ে আসে দুধওয়ালা। কর্ণফুলী নদীতে ওপাড় থেকে নৌকায় প্রতিদিন নগরে আসা যাওয়া করে এরা। এ দুধ দিয়ে দই, মিষ্টি, ছানাসহ মিষ্টান্নজাতীয় বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি করা হয়। শনিবার (১৫ জুন) দুপুরে নগরীর সদরঘাট থানার বাংলাবাজার ঘাট এলাকায়। ছবি- বাবর মুনাফ (বিএনএনিউজ)