19 C
আবহাওয়া
৩:৫৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৬, ২০২৫
Bnanews24.com
Home » কুমিল্লায় দুই ট্রাকের সংঘর্ষ : নিহত ২

কুমিল্লায় দুই ট্রাকের সংঘর্ষ : নিহত ২


বিএনএ, কুমিল্লা : কুমিল্লায় দুই ট্রাকের সংঘর্ষে দুই জন নিহত হয়েছে।  শনিবার (১৫ জুন) সকালের দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সুয়াগাজী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন মো. মতিউর রহমান, নওগাঁর জিয়াউর রহমানের ছেলে মো. মতিউর রহমান ও একই এলাকার নাছিম।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার।

তিনি জানান, ঘটনাস্থলে লিচুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক ও মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান পুলিশের এক কর্মকর্তা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ