31 C
আবহাওয়া
৬:১৩ অপরাহ্ণ - জুন ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ‘মিন্টুকে এখনই অপরাধী বলা যাবে না’

‘মিন্টুকে এখনই অপরাধী বলা যাবে না’

বুয়েটকে জঙ্গি রাজনীতির কারখানায় পরিণত করার প্রমাণ পেলে ব্যবস্থা কাদের

বিএনএ ডেস্ক: সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় রিমান্ডে থাকা ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে এখনই অপরাধী না বলতে অনুরোধ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মামলা হওয়ার আগে কিংবা শাস্তি ঘোষণার আগে কাউকে অপরাধী বলা ঠিক নয়। এটাই নিয়ম। জেলার সাধারণ সম্পাদক রিমান্ডে– এমন উদাহরণ কী বিএনপি ও জেনারেল এরশাদের আমলে আছে? আওয়ামী লীগের বিচার করার সৎ সাহস আছে।

শুক্রবার (১৪ জুন) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিশ্বের দেশে দেশে মূল্যস্ফীতি চলছে। বাংলাদেশেও উদ্বেগের কারণ এই মূল্যস্ফীতি। সরকার এখানে কোনো কিছুই চাপা দিয়ে সত্যকে আড়াল করে কিছুই করেনি।

বিএনপির দুর্নীতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দুর্নীতিবাজরাই আজ দুর্নীতির বিরুদ্ধে কথা বলে! বিএনপি টপ টু বটম দুর্নীতিবাজ। দুর্নীতির বরপুত্র দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে ভালো মানুষ সাজাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বিবৃতি দিয়েছেন। মির্জা ফখরুল তার হুমকিতে অনেক কিছুই করেন। মির্জা ফখরুল এখন বলছেন– তারেককে সাজা দেওয়া যাবে না।

তিনি বলেন, তারেক রহমানের শাস্তি তো আগেই হয়েছে। এখন তাকে দেশে ফিরে এনে শাস্তি ভোগ করাতে হবে– এটাই প্রধানমন্ত্রী বলেছেন। তারেক রহমান যতদিন বিএনপির নেতৃত্বে থাকবেন, ততদিন বিএনপির স্বাধীনতা নিয়ে রাজনৈতিকভাবে আত্মপ্রকাশ ঘটানো সম্ভব নয়। তারেক রহমানকে ভালো মানুষ সাজানোর চেষ্টা করার কোনো কারণ নেই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, অ্যাডভোকেট আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ