বিএনএ, ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারা বিশ্বে সামাজিক ন্যায় বিচারই স্থায়ী শান্তি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে।বিশ্বব্যাপী শান্তিপূর্ণ, ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রয়াসে সামাজিক ন্যায়বিচারকে আমাদের বিশেষ গুরুত্ব দিতে হবে।
বুধবার (১৪ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট: প্লেনারিতে সবার জন্য সামাজিক ন্যায়বিচার’ শীর্ষ সম্মেলনের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, আমরা আমাদের সর্বোত্তম উপায়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছি। তবে আমি মনে করি এটি ব্যাপকভাবে হওয়া উচিত। আইএলও এ ব্যাপারে উদ্যোগ নিতে পারে। এছাড়া কেউ যাতে পিছিয়ে না থাকে তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে মানুষের সহায়তায় এগিয়ে আসতে হবে।
এসময় টেকসই উন্নয়ন অর্জনে সামাজিক ন্যায় বিচার, বৈশ্বিক জোটে অংশ নিতে প্রধানমন্ত্রী ৫টি প্রস্তাবনা দেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের শ্রমিকদের উন্নয়নে কাজ করছে সরকার। পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ, স্বাস্থ্য সুবিধা বৃদ্ধি, ঝূুঁকিপূর্ণ কাজ থেকে শিশুদের বিরত রাখার উদ্যোগ নিয়েছে সরকার। কারখানার মান উন্নয়নে দেশে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড চালু করা হয়েছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্ব পরিবর্তন হচ্ছে, নতুন প্রযুক্তি আসছে এবং চতুর্থ শিল্প বিপ্লব ঘটছে। আমরা চাই এই পরিস্থিতিতে কেউ তাদের চাকরি হারাবে না।
তিনি আরও বলেন, চাকরির সুযোগ সৃষ্টির জন্য শিক্ষা প্রয়োজন। সবাইকে অবশ্যই তাদের ডিজিটাল ডিভাইসের মাধ্যমে শিক্ষিত হতে হবে। এটি কীভাবে ব্যবহার করতে হয় তা শিখতে হবে।
দেশে কর্মসংস্থান বাড়ানো হয়েছে জানিয়ে সরকার প্রধান বলেন, ১০০ টি অর্থনৈতিক অঞ্চল করা হয়েছে। এছাড়া, তথ্য-প্রযুক্তি খাতে কর্মসংস্থান বাড়াতে হাইটেক পার্ক করা হয়েছে।
বিএনএ/ ওজি, বি রহমান, হাসনা