20.7 C
আবহাওয়া
৫:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » তথ্য প্রযুক্তিতে নারীদের দক্ষ হতে হবে-ইউএনও,সাতকানিয়া

তথ্য প্রযুক্তিতে নারীদের দক্ষ হতে হবে-ইউএনও,সাতকানিয়া

বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা।

বিএনএ, সাতকানিয়া : ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ ২০৪১ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায় বিশেষ উঠান বৈঠকে বক্তাগণ বলেন, তথ্য প্রযুক্তিতে নারীদের দক্ষ হতে হবে। অর্থনৈতিক কর্মকান্ডে নারীর অংশ গ্রহণ ও ক্ষমতায়ন দেশের সার্বিক অগ্রগতির অন্যতম শর্ত।

বৃহস্পতিবার(১৫ জুন ২০২৩) সকালে সাতকানিয়া আর্দশ মহিলা কলেজ মিলনায়তনে এ বৈঠকে সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা।

উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খাতুনের সঞ্চালনায় আয়োজিত উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা নূরুল আবসার চৌধুরী, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রুহুল কাদের, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উননবী খোকন, মার্দাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনম সেলিমউদ্দিন চৌধুরী, কলেজের দাতা সদস্য মো আবদুল মান্নান, কলেজ পরিচালনা পর্ষদ সদস্য সাতকানিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা আজকের শিক্ষার্থীদের নিজেদের স্মার্ট স্টুডেন্ট হিসেবে গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, চুতুর্থ শিল্পবিপ্লব ও স্মার্ট বাংলাদেশ ২০৪১ এর জন্য সবাইকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। প্রযুক্তিকে অবহেলা করা যাবে না। তথ্য প্রযুক্তিতে নারীদের দক্ষ হতে হবে।

বৈঠকে অন্যান্য বক্তাগন স্বদেশপ্রেমে উদ্ধুব্ধ হয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে দক্ষ নারী হিসেবে নিজেদের জীবন গড়ে তোলার জন্য কলেজ ছাত্রীদের প্রতি আহবান জানান।

বিএনএ,এসএমএনকে, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ