17 C
আবহাওয়া
১০:১৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

মোটরসাইকেল দুর্ঘটনায়

বিএনএ, জামালপুর : জামালপুরের সরিষাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুন) দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা স্কুল অ্যান্ড কলেজের পেছনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভাটারা ইউনিয়নের বয়সিং উত্তরপাড়া গ্রামের সুলতান মাহমুদের ছেলে ও ভাটারা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ফকির (১৭) এবং একই এলাকার হেলাল উদ্দিনের ছেলে ও ভাটারা স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী রাসেল (২০)।

এ ঘটনায় পারভেজ (২৬) নামে একজন আহত হয়েছেন। তিনি একই এলাকার রবিউল ইসলামের ছেলে ও নিহতদের চাচা।

স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুরে হতাহতরা একই মোটরসাইকেলযোগে বাড়ি থেকে ভাটারা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীতদিক থেকে আসা দ্রুতগামী একটি ট্যাফে ট্রাক্টর মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ফকির নিহত হন। গুরুতর আহত অবস্থায় রাসেলকে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়।

আহত পারভেজ বলেন, নিহত দুইজনই আমার ভাতিজা। তারা মোটরসাইকেল নিয়ে ভাটারা বাজারে যাচ্ছিলো। এ সময় আমিও তাদের সাথে যাচ্ছিলাম। রাস্তায় দ্রুতগামী ট্যাফে ট্রাক্টর মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে দুই ভাতিজা নিহত হন। ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক জানান, সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনোকিছু জানায়নি।

বিএনএনিউজ২৪.কম/এম শাহীন আল আমীন/এনএএম

Loading


শিরোনাম বিএনএ