চট্টগ্রাম: বুধবার(১৫জুন) দুপরের পর চট্টগ্রামের স্থানে স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ডিগ্রী সেলসিয়াস এবং সর্ব নিম্ন ২৫.৭ডিগ্রী সে.সি.।
বৃহস্পতিবার(১৬জুন) সূর্যোদয় হবে ভোর ৫টা৯মিনিটে এবং অস্তযাবে সন্ধ্যা ৬টা ৩৯মিনিটে। এ দিন অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে।সে সাথে কোথাও কোথাও মাঝারী থেকে ভারী, অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, পতেঙ্গা কার্যালয়।
চট্টগ্রাম সমুদ্র বন্দরের জন্য কোন সতর্ক বার্তা নেই। তবে নৌবন্দরের জন্য ১নং নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বিএনএ.জিএন