ফেনী : ফেনী-সোনাগাজী আঞ্চলিক মহাসড়কের চালতা তলি নামক স্থানে বুধবার(১৫জুন) সকালে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজি অটোরিকশা দুইজন যাত্রী নিহত হয়েছে।
নিহতরা হলেন সিএনজি অটোরিকশা চালক, ফেনীর উপজেলার ধলিয়া ইউনিয়নের বাঘের হাট এলাকার কালা মিয়ার ছেলে মো.নুরুজ্জামান (৩৫) ও সিএনজি অটোরিকশা আরোহী, ফেনী সদর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের মিজানুর রহমানের কন্যা, লালপোল মারকাজুল হুদা মাদ্রাসার শিক্ষার্থী উম্মে হাবিবা শারমিন আক্তার (১৩)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাতটার দিকে মহিপাল থেকে সোনাগাজীগামী একটি যাত্রীবাহী বাস চালতা তলি এলে চাকা পাংচার হয়ে (হঠাৎ ফুটো) ফেনীগামী সিএনজি অটোরিকশাটিকে চাপা দিয়ে সাড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি ধুমড়েমুচড়ে যায়।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) আবদুর রহিম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিএনএ, এবিএম নিজাম উদ্দিন,জিএন