19 C
আবহাওয়া
১১:৪৫ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » জামালপুরে ৭ ইউনিয়নে ভোট গ্রহণ চলছে

জামালপুরে ৭ ইউনিয়নে ভোট গ্রহণ চলছে


বিএনএ, জামালপুর : জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। বুধবার (১৫ জুন) সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ইভিএম পদ্ধতিতে হওয়া এ ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।

ইসলামপুর উপজেলার কুলকান্দি, পাথর্শী, বেলগাছা, চিনাডুলী, সাপধরী, নোয়ারপাড়া ও  দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিচ্ছে ভোটাররা।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৩২ জন, সাধারণ সদস্য পদে ২৩৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৭টি ইউনিয়নের ৩৮০টি বুথে ১ লাখ ১৫ হাজার ৪৪ জন ভোটার ভোট প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার ৫৬ হাজার ৮০২ জন। পুরুষ ভোটার ৫৮ হাজার ৮০২ জন।

নির্বাচনের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

বিএনএনিউজ/এম শাহীন আল আমীন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ