22 C
আবহাওয়া
১০:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটির ১৮তম চার্টার বার্ষিকী পালিত

লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটির ১৮তম চার্টার বার্ষিকী পালিত


বিএনএ, চট্টগ্রাম: হাঁটি হাঁটি পা পা করে ১৮ বছর পার করলো লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটি। আর্তমানবতার সেবায় ব্রত নিয়ে প্রতিষ্ঠিত ১৮তম চার্টার বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১৪ জুন (মঙ্গলবার) চট্টগ্রামের আগ্রাবাদস্থ অভিজাত রেস্টুরেন্ট কপার চিমনিতে এক ফ্যামিলি নাইট এর আয়োজন করা হয়।

লায়ন নাসরিন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটির প্রেসিডেন্ট মিজানুর রহমান এমজেএফ। প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক গভর্নর (২০২১-২২) লায়ন সাদাত দোভাষ এমজেএফ।বিশেষ অতিথি ছিলেন ডা.সুকান্ত ভট্রাচার্য এমজেএফ।

লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটির প্রেসিডেন্ট মিজানুর রহমান এমজেএফ
লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটির প্রেসিডেন্ট মিজানুর রহমান এমজেএফ

বক্তব্য রাখেন চার্টাট প্রেসিডেন্ট ও রিজোনাল চেয়ারপারসন শামীম মোস্তফা এমজেএফ, ইমিডিয়েট ফাস্ট প্রেসিডেন্ট, জোন চেয়ারপাসন ও চার্টাট নাইট কমিটি চেয়ারপাসন জাকির হোসেন এমজেএফ, এতে বক্তব্য রাখেন, দ্বিতীয় ভাইচ ডিস্ট্রিক গর্ভনর কোহিনুর কামাল এমজেএফ, লায়ন এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম এমজেএফ, লায়ন জহির উদ্দিন, লায়ন মোহাম্মদ আবিদুর রহমান।

চার্টার নাইট কমিটি চেয়ারপাসন জাকির হোসেন এমজেএফ
চার্টার নাইট কমিটি চেয়ারপাসন জাকির হোসেন এমজেএফ

বক্তারা বলেন, লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটি এখন আর্তমানবতার সেবায় নিয়োজিত একটি গতিশীল প্রাণবন্ত সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোঁটাতে নিয়োজিত রয়েছে। মানুষের দুর্দশা, দুর্ভোগে সবসময় পাশে দাঁড়িয়েছে। আগামীতেও এভাবে মানুষের পাশে থাকবে।

বক্তারা আরও বলেন, কোভিড-১৯ এর বিপর্যয়ের টেউ লাগে বাংলাদেশেও। লক ডাউন চলাকালীন সাধারণ খেটে খাওয়া মানুষ বেকার হয়ে পড়ে। দেখা দেয় খাদ্যাভাব। বাংলাদেশে লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম ডায়মন্ড সিটি এসব মানুষের সহায়তায় এগিয়ে আসে। প্রদান করে খাদ্য, অক্সিজেন সুরক্ষা সামগ্রীসহ বিভিন্ন উপকরণ।

লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটি
লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটি

লায়ন্স ক্লাব এর সেবামূলক কার্যক্রম নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন মেরিন ফিসারিজ একাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন এম ওয়াসিম মাকসুদ [(জি), বিসিজিএম, পিএসসি বিএন, টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মুসলেমউদ্দীন।

অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
প্রবাসীদের স্বজনদের জন্য শাহজালালে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন দেশীয় জাত সংরক্ষণে বিএলআরআইকে ভূমিকা রাখতে হবে-মৎস্য উপদেষ্টা ছাত্র-জনতার আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে নৌ উপদেষ্টা জুলাই-আগস্ট বিপ্লবের লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন--ভূমি উপদেষ্টা গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১, আহত ৮ রাবি ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল চেয়ে আমরণ অনশনে পাঁচ শিক্ষার্থী ধেয়ে আসছে দুই ঘূর্ণিঝড় চসিকে যে দুর্নীতি হয়েছে তার শ্বেতপত্র বের হওয়া উচিত : মেয়র