17 C
আবহাওয়া
৫:৪৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » ফেনীতে কিশোর গ্যাং এর প্রধানসহ গ্রেপ্তার ৫

ফেনীতে কিশোর গ্যাং এর প্রধানসহ গ্রেপ্তার ৫


বিএনএ, ফেনী: ডাকাতির প্রস্তুতির সময় কিশোর গ্যাং PNF গ্রুপের প্রধানসহ ৫ জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। মঙ্গলবার (১৪ মে) রাত সাড়ে ৯ টায় অস্ত্রসহ ফেনী রেলওয়ে স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামিরা হলেন, মোঃ তাজুল ইসলাম রিয়াজ (২৮) পিতা : মোঃ ফজলুর রহমান, মোঃ কামাল হোসেন (২০) পিতা : মোঃ ইসমাইল, মোঃ ইমন (১৯) পিতা : হারুন, মোঃ বেলাল হোসেন সুমন (২০) পিতা বাহার মিয়া, মোঃ নজরুল ইসলাম বাবু (২০) পিতা  মোঃ নবাব মিয়া।

গ্রেপ্তারদের কাছ থেকে ২ টি ধারালো স্টিলের চাকু উদ্ধার করা হয়। তারা  PNF নামক কিশোর গ্যাংয়ের হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে এবং স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা ছিনতাই কাজ করে বেড়াত।

র‌্যাব জানায়, প্রাথমিকভাবে সিডিএমএস পর্যালোচনায় গ্রেপ্তারকৃত ১/নং আসামি মোঃ তাজুল ইসলাম রিয়াজ (২৮) এর বিরুদ্ধে ফেনী সদর থানায় মাদক আইনে ১ টি মামলা এবং ২/ নং আসামি মোঃ কামাল হোসেন এর বিরুদ্ধে ফেনী সদর থানায় ১ টি চুরির মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ নিউজ/রেহানা/এইচ.এম।/হাসনা

Loading


শিরোনাম বিএনএ