বিএনএ, ঢাকা: আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সব সভা ও বৈঠক অনলাইনে আয়োজন করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যয় কমাতে অংশগ্রহণকারীদের শতভাগ শারীরিক উপস্থিতির পরিবর্তে এ সভা করতে বলা হয়েছে। সোমবার (১৫ মে) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
এতে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানের ব্যয়ে কৃচ্ছসাধন এবং বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকল্পে সভার গুরুত্ব ও শারীরিক উপস্থিতির প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে আয়োজন করা যায়, এমন সভাগুলো সেভাবেই আয়োজন করার পরামর্শ দেওয়া হলো।
এর আগে করোনার সময়ে অনলাইনে পর্ষদ সভাসহ বার্ষিক সাধারণ সভার (এজিএম) মতো গুরুত্বপূর্ণ সভা আয়োজন করার অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয় কমাতে সরকারের কঠোর পরিশ্রমের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দিয়েছে। এর আগে গত ২৬ এপ্রিল এ ধরনের অনেকগুলো নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।
বিএনএনিউজ/বিএম
Total Viewed and Shared : 169