বিএনএ, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) একজন সহকারী প্রক্টর ও দুই হলে দুইজন আবাসিক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মার্কেটিং বিভাগের প্রভাষক আবু ওবায়দা রাহিদকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। এছাড়া নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক সালমা আক্তার উর্মিকে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হল এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক আমেনা বেগমকে শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, নিয়োগপ্রাপ্তরা আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
বিএনএনিউজ/হাবিবুর রহমান,বিএম