বিএনএ বিশ্ব ডেস্ক: থাইল্যান্ডে মুভ ফরোয়ার্ড পার্টির প্রধান মি. পিটা লিমজারোয়েনরাত(Pita Limjaroenrat) কোয়ালিশন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। সোমবার(১৫ মে ২০২৩) তিনি সাংবাদিকদের জানান, কোয়ালিশন সরকারে থাকবে ৫টি পুরাতন বিরোধী রাজনৈতিক দল এবং একটি নতুন দল। ৫০০ আসনের প্রতিনিধি পরিষদে তাদের রয়েছে মোট ৩০৯টি আসন। নিজেকে তিনি দেশের ভবিষ্যত প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দেন।খবর ব্যাংকক পোস্ট অনলাইন।
দেশটির নির্বাচন কমিশন রোববারের জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই মি. পিটা উক্ত ঘোষণা দেন।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুসারে পিটার দল থাইল্যান্ড মুভ ফরোয়ার্ড পার্টি ১১২ টি আসনে জয় পেয়েছে এবং আরও ৩৯জন এমপি তাদের সমর্থন ঘোষণা করেছে।
নির্বাসিত প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন শিনাওয়াত্রার কন্যা ফেউ থাই পার্টির প্রধান পেতংটান সিনাওয়াত্রা (৩৬) এর সঙ্গে মি. পিটা লিমজারোয়েনরাত ইতোমধ্যে কথা বলেছেন এবং উভয়ে কোয়ালিশন সরকার গঠনে সম্মত হয়েছেন।
মুভ ফরোয়ার্ড পার্টির প্রধান মি. পিটা লিমজারোয়েনরাত বলেন, ৬টি দলের মোট ৩০৯ জন এমপি সরকার গঠনের জন্য যথেষ্ট। তাছাড়া ১৫১জন এমপি সংবিধান সংশোধনের জন্য যথেষ্ট।
বিএনএনিউজ২৪,জিএন