15 C
আবহাওয়া
১১:১৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৬, ২০২৫
Bnanews24.com
Home » আবারো বাস আটকালো জাবি শিক্ষার্থীরা

আবারো বাস আটকালো জাবি শিক্ষার্থীরা

বারও বাস আটকালো জাবি শিক্ষার্থীরা

বিএনএ, জাবিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জয় বাংলা গেইটে সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কে বাস দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার জেরে আবারো বাস আটকে রাখে শিক্ষার্থীরা। এর আগে একাধিকবার বিভিন্ন কারণে ঢাকা আরিচা মহাসড়কে সাধারণ ও দূরপাল্লার বাস আটকায় তারা।

সোমবার (১৫ মে) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাভার পরিবহনের ৮ বাস আটকে রাখে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের শিক্ষার্থীরা। দুর্ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী হাসান মাহমুদ (গণিত ৪৬) মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র।

জানা যায়, সোমবার সকাল নয়টার দিকে নবীনগর থেকে বিশ্ববিদ্যালয়ে আসছিলেন ঐ ভুক্তভোগী শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেইটে বাস থেকে নামার সময় বাস চালকের ভুলের কারণে দুর্ঘটনার শিকার হন। ভুক্তভোগী বাস থেকে নামার সময় পুরোপুরি নামার আগে বাস আবারো চলতে শুরু করে। এতে করে তিনি রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি নিয়ে যাওয়া হয়।

ভুক্তভোগী হাসান মাহমুদ বলেন, ‘আমি সাভার পরিবহনের একটি বাসে নবীনগর থেকে ক্যাম্পাসে ফিরছিলাম। আমার শারীরিক প্রতিবন্ধকতা থাকায় বাস থামার পরে আস্তে-ধীরে নামি। সেখানে আজকে আমাকে বাস না থমিয়ে নামিয়ে দেয়। এতে আমি রাস্তায় পড়ে পায়ে আঘাত পাই।’

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, এই ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত করা ও শিক্ষার্থীর চিকিৎসার সকল খরচ সাভার পরিবহন কতৃপক্ষকে বহন করা৷

সাভার পরিবহন বাসের চালক জিতু সরকার বলে, ‘শুনেছি সাভার পরিবহনের একটি বাসের চালকের ভুলের কারণে শিক্ষার্থী আহত হয়। এজন্য আমাদের বাস আটকে রেখেছে। তবে মালিকপক্ষ আসছে কিনা এখনো জানি না৷’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বাংলাদেশ নিউজ এজেন্সি (বিএনএ) কে বলেন, ‘আমরা ঘটনাটি সম্পর্কে শুনেছি। আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি৷ রাস্তায় বেপরোয়া গাড়ি চালানোর জন্য আমাদের ছাত্র এই দূর্ঘটনার শিকার৷ তাই তার চিকিৎসার সকল ব্যয়ভার পরিবহন কর্তৃপক্ষকে বহন করতে হবে। আমরা পুলিশের সাথে এ বিষয়ে কথা বলবো।’

বিএনএ/সানভীর,ওজি

Loading


শিরোনাম বিএনএ