26 C
আবহাওয়া
১০:৩৪ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিকের আশ্বাস কেজিডিসিএল এমডির

চট্টগ্রামে গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিকের আশ্বাস কেজিডিসিএল এমডির

গ্যাস দ্রুত স্বাভাবিক হওয়ার আশ্বাস কেজিডিসিএল এমডির

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক হবে বলে জানিয়েছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এমডি প্রকৌশলী মো. রফিকুল ইসলাম।সোমবার (১৫ মে) কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রামের নেতাদের সাথে সভায় তিনি এ কথা জানান।

এ সময় উপস্থিত ছিলেন, ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব মহানগরের যুগ্ন সম্পাদক মোঃ সেলিম জাহাঙ্গীর, ক্যাব চান্দগাও থানা সভাপতি মোঃ জানে আলম, ক্যাব যুব গ্রুপ বিভাগীয় সভাপতি চৌধুরী কে এন রিয়াদ, ক্যাব যুব গ্রুপ মহানগর সভাপতি আবু হানিফ নোমান প্রমুখ। কেজিডিএল ইঞ্জিনিয়ারিং সারভিসেস এর মহাব্যবস্থাপক প্রকৌশলী মুহাম্মদ রইস উদ্দীন আহমদ ।

ক্যাব জানায়, ঘুর্ণি ঝড় মোখার ক্ষয় ক্ষতি কমাতে বিগত দুই দিন ধরে চট্টগ্রাম মহানগরীর বাসাবাড়ী, সিএন জি স্টেশন ও শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেন কর্নফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানাী লিঃ(কেজিডিসিএল)। ফলে বাসাবাড়ীতে খাবারের সংকট প্রকট হয়, খাবার কিনতে হোটেল রেস্তোরায় ভিড় করলেও সেখানেও গ্যাস সরবরাহ না থাকায় নগরবাসী হয়রানির শিকার হচ্ছে।  বাড়তি টাকায় খাবার কিনতে বাধ্য হয়েছেন।

এ সুযোগে এলপিজি গ্যাস সিলিন্ডিারের মূল্যবৃদ্ধি করে ১২শত টাকার সিলিন্ডার ৩ হাজার টাকার, রাইস কুকার, স্টোভ ও কেরেসিনের তেলের দাম আকাশচুম্বী করে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী প্রচুর টাকা হাতিয়ে নিয়েছেন। চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গণপরিবহন, সিএনজিও টেক্সিগুলোও বাড়তি টাকা হাতিয়ে নিয়েছেন।

ক্যাব নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন,  কর্নফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ(কেজিডিসিএল) এর আওতায় বসতবাড়ীতে ৫ লক্ষ ৯৭ হাজার সংযোগ আছে, যেখানে গ্যাসের   প্রায় দৈনিক ৫০ মিলিয়ন ঘনমিটার। ঘুর্ণি ঝড় মোখার কারণে বাসাবাড়ীতে গ্যাস সংযোগ বন্ধ থাকায় প্রতি পরিবারে ২ দিনে প্রায় ৪ হাজার টাকার মতো অতিরিক্ত অর্থ খরচ করতে  বাধ্য হয়েছেন। এছাড়াও মন্ত্রী ও কেজিডিসিএল এর মধ্যে কার্যকর সমন্বয় না থাকায় গ্যাস সংকট স্বাভাবিকতা নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্যের কারণে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তি সৃষ্টি হয়। তাই সুষ্ঠু সমন্বয় নিশ্চিত করার দাবি জানান তারা।

বিএনএ/ওজি,বিএম

Loading


শিরোনাম বিএনএ