15 C
আবহাওয়া
১০:৪৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » আ’লীগ নেতা বাদলের মৃত্যুতে মিজানুর রহমান মজুমদারের শোক

আ’লীগ নেতা বাদলের মৃত্যুতে মিজানুর রহমান মজুমদারের শোক


বিএনএ, ফেনী:ফেনী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, পরশুরাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এনামুল করিম মজুমদার বাদল  সোমবার(১৪ মে) দিবাগত রাত আড়াইটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
বাদলের বিদেহী আত্মার মাগফেরাত, শান্তি কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ নিউজ এজেন্সি’র (বিএনএ) সম্পাদক, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার।
বাদল ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও পরশুরাম উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান মরহুম আমিনুল করিম মজুমদার খোকা মিয়ার বড় ছেলে।
এক শোক বার্তায় আ’ লীগ নেতা মিজানুর রহমান মজুমদার বলেন,আওয়ামী অন্ত:প্রাণ আমিনুল করিম খোকা আজীবন বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী ছিলেন।পিতা পুত্র উভয়ই প্রচন্ড জনপ্রিয় ছিলেন । এখনো সাধারণ মানুষের মাঝে তাদের গ্রহণযোগ্যতা অপরিসীম।
বিএনএ/ এবিএম নিজাম উদ্দিন, ওজি

Loading


শিরোনাম বিএনএ