30 C
আবহাওয়া
৭:৫০ পূর্বাহ্ণ - জুন ২৩, ২০২৪
Bnanews24.com
Home » টেকনাফে ম্যাংগুজুস খেয়ে একই পরিবারের ৮ জন হাসপাতালে 

টেকনাফে ম্যাংগুজুস খেয়ে একই পরিবারের ৮ জন হাসপাতালে 


বিএনএ, কক্সবাজার : প্রাণ ম্যাংগু জুস খেয়ে একই পরিবারের ২ মহিলা ও ৬ শিশুসহ আট জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছন। রোববার (১৪ মে) দুপুর দুইটার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়া আবুবক্করের বাড়িতে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক আবুবক্কর জানান, বাড়িতে একজন অতিথি প্রাণের জুস আনেন। সেই জুস খেয়ে পরিবারের একে একে ৮ জন লোক অজ্ঞান হয়ে পড়ে। প্রথমে টেকনাফ এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দ্রত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেন। বিকালে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে এক ঘন্টা পর দুই মহিলা রায়মা আকতার( ৩২) রাফিয়া (২০), সুমাইয়া (১২),এর জ্ঞান ফিরে। আর চার ঘন্টা পর জ্ঞান ফিরে সাইফুল (১০) কাউছার (৫), শরীফা( ৭) নাইমা ও শাওনের (২)।

অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ার কারণ জানতে চাইলে আবাসিক মেডিকেল অফিসার আশিকুর রহমান বলেন, সম্ভবত ম্যাংগুজুসে রাসায়নিক ক্ষতিকর পদার্থ মেশানো ছিল বা ভেজাল কিছু মেশানো থাকতে পারে। যার কারণে ফুড পয়জিংয়ে সকলে অসুস্থ হয়ে পড়েন।তবে পরীক্ষা নিরীক্ষার পর বলা যাবে আসল ঘটনা কি ছিল।

বিএনএনিউজ/ এইচ এম ফরিদুল আলম শাহীন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ