বিএনএ, স্পোর্টস ডেস্ক: সাবেক অজি অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস সবাইকে কাঁদিয়ে চলে গেছেন না ফেরার দেশে। এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাবেক এই ক্রিকেটার। কিংবদন্তি এই ক্রিকেটারের স্মরণে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্টের আগে ১ মিনিট নীরবতা পালন করেছেন দুই দলের খেলোয়াড়রা।
নিজের ক্যারিয়ারে ২৬ টেস্ট ও ১৯৮টি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। ২০০৩ ও ২০০৭ সালের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ক্রিকেটের তিন ফরম্যাটেই ঈর্ষণীয় ব্যাটিং গড়ের পাশাপাশি ওয়ানডে ক্রিকেটে ১৩৩ উইকেটের মালিক সাইমন্ডস। সমগ্র ক্রিকেট বিশ্বই গভীর শোক প্রকাশ করেছে তার অকাল প্রয়াণে।
এদিকে এক শোক প্রস্তাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যুতে গভীরভাবে শোকাহত বিসিবি। বিসিবি অ্যান্ড্রু সাইমন্ডসের পরিবার এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট সম্প্রদায়ের প্রতি সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছে।’
টাউন্সভিল থেকে ৫০ কিলোমিটার দূরে হারভি রেঞ্জে দুর্ঘটনার কবলে পড়েন সাইমন্ডস। কুইন্সল্যান্ড এখনও দুর্ঘটনার তদন্ত করছে পুলিশ।
বিএনএনিউজ২৪/ এমএইচ