বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তবে জেলা সম্মেলনের আগে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড এবং ইউনিট সম্মেলনের করার কথাও জানান তিনি।
শনিবার (১৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত তৃণমূল প্রতিনিধি সভায় এ ঘোষণা দেয়া হয়।
হানিফ বলেন, “আগামী নির্বাচনকে সামনে রেখে তৃণমূলকে সংগঠিত করতে হবে। দক্ষিণ জেলার সব ওয়ার্ড ইউনিয়ন ও উপজেলার সম্মেলন জুন থেকে জুলাই মাসের মধ্যে আমরা শেষ করব।
“এরপর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে জেলা সম্মেলন করতে চাই।”
হানিফ আরও বলেন, বিএনপি দিবাস্বপ্ন দেখছে। তারা বলছে, বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতন হবে। আমি বলছি, বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না। বাংলাদেশের কৃষিখাত শক্তিশালী হয়েছে। রপ্তানি আয় বেড়েছে। প্রবৃদ্ধি বেড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে অর্থনৈতিক সংকট হবে না।
সভায় চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন সাংগঠনিক বিভিন্ন দিকনির্দেশনা দেন। চট্টগ্রামের বাসিন্দা হিসেবে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও সভায় ছিলেন।
বিএনএনিউজ/এইচ.এম।